Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পুলিশ ফাঁড়ি মহিষপুরা

এ ছাড়া ফাড়ী এলাকা দিয়ে দোকান পাট বন্ধ করে যাওয়া পথচারীদের আটক করে তাদের বিরুদ্ধে মিথ্য অভিযোগ তুলে মোটা অংকের টাকার বিনিময়ে ফাড়ির লকাফ থেকে মুক্তি দেয়। যদি টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন তাহলে মিথ্যা অভিযোগে কোর্টে চালান দেয়। এস আই শফিকুর নিজেকে ডিসি ঘনিষ্ট আত্বীয় বলে দাবী করেন। এবং বলে বেড়ান দেড় লক্ষ টাকার বিনিময়ে আমি ফাড়ির ইনচার্জ হয়ে এসেছি প্রতিমাসে উর্দ্বতন কর্মকতাকে সেলামী দিতে হয় এগুলো কি আমার বাবার সম্পদ বিক্রি করে এনে দিব। আমার বিরুদ্ধে অভিযোগ করে কোন লাভ হবে না, আমি মেডেল প্র্প্তা এস আই। উক্ত বিষয় তদন্ত করে এস আই শফিকুর এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন দক্ষিন সুরমা বাসী ।  মানব বন্ধনে উপস্থিত দক্ষিন সুরমা দুর্নীতিমুক্ত ফোরাম সভাপতি জাহেদ আহমদ, সেক্রেটারী আব্দুল আহাদ, ভার্থখলা যুবসংঘের সেক্রেটারী তাহের মাহমুদ, মইনুল ইসলাম, লাউয়াই ইসলামী সংঘটন দিনাজ, আফাজ, আকলু, রেল ষ্টেশন কাঠ ব্যবসনায়ী জুয়েল,  গিয়াস, সামাদ, শিব বাড়ী ২৭ নং ওয়ার্ডের জামাল, শন্টু, লিমন আরে প্রমুখ।